মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন শিক্ষক ও কম্পিউটার অপারেটরকে প্রশ্নফাঁসের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুইজন হলেন— বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মেহেদী হাসান ও খণ্ডকালীন কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম। বিদ্যালয় সূত্রে জানা যায়, ওইদিন দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রশ্ন মুদ্রণকারী প্রতিষ্ঠানকেও বাদ দেওয়া হয়েছে।
এর আগে এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা অবস্থায় মেহেদী হাসানের কক্ষে নকল পাওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলাম জানান, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় শিক্ষক মেহেদী হাসান ও কম্পিউটার অপারেটর জহিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির এ বিষয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শিক্ষক মেহেদী হাসান ও কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে এবং ফাঁস হওয়া প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
একুশে সংবাদ/মা.প্র/এ.জে