AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৫:১২ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাফ, ডেমো শর্টগান ও ডেমো পিস্তলসহ এক নারীসহ চার ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে নওগাঁ পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাইপাস জলিল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা, বড় মগবাজার এলাকার ফুল মিয়া, নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত এবং দিঘলিয়ার টেক এলাকার দ্বীন ইসলাম।

পুলিশ সুপার জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে সন্দেহজনক একটি মাইক্রোবাস থামতে সংকেত দিলে ভেতরে থাকা চারজন নিজেদের পুলিশ পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ঢাকার এফডিসি থেকে ডিএমপি পুলিশের পোশাক ও সরঞ্জাম ভাড়া করে মান্দা উপজেলার গোবিন্দপুর এলাকায় শুটিংয়ের কথা বলে যাচ্ছিলেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নারী আসামি সাবরিনা স্বীকার করেন, তার এক কর্মচারী সোহেল রানা অর্থ ও কাগজপত্র আত্মসাৎ করে পালিয়ে গেছে। এ ঘটনায় তিনি ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন, যা তদন্ত করছে পিবিআই।

এসপি আরও জানান, প্রকৃতপক্ষে সাবরিনা ও তার সহযোগীরা পুলিশের ইউনিফর্ম ও সরঞ্জাম ব্যবহার করে ভুয়া পুলিশ সেজে ওই কর্মচারী সোহেল রানা ও তার পরিবারকে অপহরণের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের আগেই তারা ধরা পড়ে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!