এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে কি না। কারণ লঙ্কানদের জয়ই বাঁচিয়ে রাখতে পারে টাইগারদের আশা।
দুটি ম্যাচ জিতে আগেই শীর্ষে আছে শ্রীলঙ্কা। তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়া। বিপরীতে আফগানিস্তানের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই। হারের অর্থ সরাসরি বিদায়। যদিও নেট রানরেটে আফগানরা এগিয়ে থাকায় তাদের আত্মবিশ্বাস কম নয়।
বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু লঙ্কানদের বিপক্ষে হার ও হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের কারণে নেট রানরেট নেমে এসেছে -০.২৭০ এ। আফগানিস্তানের রানরেট +২.১৫০ এবং শ্রীলঙ্কার +১.৫৪৬। ফলে আফগানরা সামান্য ব্যবধানে জিতলেও বাংলাদেশের সুপার ফোরে খেলার স্বপ্ন ভেঙে যাবে।
টি-টোয়েন্টি ইতিহাসে দুই দলের লড়াইয়ে কিছুটা এগিয়ে শ্রীলঙ্কা। আট মোকাবেলায় তারা জয় পেয়েছে পাঁচবার, আর আফগানরা জিতেছে তিনবার। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশাবাদী করছে। তাই টাইগাররা তাকিয়ে থাকবে আসালাঙ্কা-রাজাপাকসেদের দিকে।
একুশে সংবাদ/এ.জে