AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন রোহিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৬ পিএম, ১৫ মে, ২০২৪
নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত শর্মা? এবার এই বিষয়ে মুখ খুললেন স্বয়ং হিটম্যান। একটি বিদেশি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এই বিষয়ে নিজের মতামত স্পষ্ট করে জানিয়েছেন।

তিনি দাবি করেছেন যে, আরও কয়েক বছর ক্রিকেট খেলা তিনি চালিয়ে যেতে চান এবং এই মুহূর্তে অবসর নেওয়ার ভাবনা তার নেই। আন্তর্জাতিক ক্রিকেট এবং অধিনায়কত্ব নিয়েও নিজের মতামত জানিয়েছেন হিটম্যান। রোহিত আরও বলেছেন, কেন তিনি ডেল স্টেইনের ভিডিও ১০০বার দেখেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দুবাই আই ১০৩.৮ নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রোহিত। ২১ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওতে নানা বিষয়ে বিস্তারিত কথা বলেছেন হিটম্যান। তিন জন সঞ্চালক মিলে তাকে প্রশ্ন করছিলেন এবং সে অকপটে উত্তর দিয়েছেন সব প্রশ্নের।

হিটম্যান তার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে বলেছেন, ‘ভারতের জন্য আমার ১৭ বছরের যাত্রা দুর্দান্ত ছিল। আমি আশাবাদী, আরও কয়েক বছর খেলতে পারব। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমি আমার জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা জীবনের এই উত্থান-পতনের কারণেই সম্ভব হয়েছে।’

রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা। ২০০৭ সালে তার অভিষেকের পর থেকে, বছরের পর বছর তিনি পারফরম্যান্সের হাত ধরে নিজেকে ভালো জায়গায় নিয়ে গিয়েছেন। লম্বা লম্বা ছক্কা মারা এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা তাকে অনন্য ব্যাটসম্যান করে তুলেছে।

বিরাট কোহলির উত্তরসূরি হওয়া একটি চ্যালেঞ্জিং কাজ ছিল? এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেছেন, ‘ভারতের অধিনায়কত্ব করাটা আমার জন্য গর্বের এবং সম্মানের। আমি কখনওই ভাবিনি যে, আমি এই জায়গায় পৌঁছে একদিন দলের অধিনায়ক হব। আমি যখন দলের অধিনায়কত্ব গ্রহণ করি, তখন আমি কেবল একটি দিকেই এগিয়ে যেতে চেয়েছিলাম। আমি যখন দলের দায়িত্ব নিয়েছিলাম, তখন একটি লক্ষ্যেই এগিয়ে যেতে চেয়েছিলাম। দলগত পারফরম্যান্স দিয়েই সাফল্য পেতে চেয়েছিলাম। ব্যক্তিগত রেকর্ড এবং মাইলস্টোনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ১১ জন খেলোয়াড় একঙ্গে খেলে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা।’

রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার পিচকে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেছেন। রোহিতের মতে, দক্ষিণ আফ্রিকার প্রতিটি গ্রাউন্ডে আলাদা আলাদা চ্যালেঞ্জ অপেক্ষা করে। দক্ষিণ আফ্রিকার গতিময় এবং বাউন্সি পিচ এখানে বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। রোহিত এই প্রসঙ্গে দাবি করেছেন, ‘ব্যাট করতে যাওয়ার আগে আমি ডেল স্টেইনের ভিডিও ১০০ বার দেখেছি। ও একজন কিংবদন্তি এবং ও যা অর্জন করেছে, তা অসাধারণ। ওর বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং ছিল, ওর বিপক্ষে আমি যে দারুণ সাফল্য পেয়েছি, তা নয়। কিন্তু আমি আমার লড়াই উপভোগ করেছি।’


একুশে সংবাদ/হি টা/এস কে  

Link copied!