AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেকর্ড গড়ার পথে জ্যোতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩২ পিএম, ৯ মে, ২০২৪
রেকর্ড গড়ার পথে জ্যোতি

বাংলাদেশ ক্রিকেটে গত বছরটা জ্যোতির জন্য ছিল দুর্দান্ত। যদিও নতুন বছরে এখনো মনে রাখার মতো কিছু করতে পারেননি তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়তে চলেছেন এই ব্যাটার।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৫ টি-২০ ম্যাচ খেলেছেন জ্যোতি। যেখানে ২৫.৬৪ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। তার ঝুলিয়ে রয়েছে একটি শতক। আর সর্বোচ্চ অপরাজিত ১১৩ রানের একটি ইনিংস।

দেশের হয়ে সর্বোচ্চ টি-২০ খেলা ক্রিকেটার হিসেবে জ্যোতির সঙ্গে যৌথভাবে রয়েছেন টাইগ্রেসদের সাবেক অধিনায়ক সালমা খাতুন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারও খেলেছেন ৯৫টি টি-২০ ম্যাচ। যেখানে ১৫.৪৬ গড়ে ৬৩৪ রান করেছেন। পাশাপাশি ৮৪ উইকেটও রয়েছে তার ঝুলিতে। 

দেশের হয়ে আরেকটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেই সালমা খাতুনকে টপকে যাবেন টাইগ্রেস দলপতি জ্যোতি।

একুশে সংবাদ/এস কে    
 

Link copied!