ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ২৬ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। তার ব্যাটিংয়ে ভর করে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস প্রথম ইনিংসে দাঁড় করায় ২০৪ রানের শক্তিশালী সংগ্রহ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুটি উইকেট হারালেও সাকিবের আগমনে ইনিংসে গতি ফেরে। শুরুতে সতর্ক থাকলেও পরবর্তীতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে নিয়ন্ত্রণ নেন তিনি। তার সঙ্গে ক্রিজে টিকে ছিলেন আমির জাঙ্গু। দুজনের জুটিতে ভর করে দ্রুত এগোয় দলের রান।
শেষদিকে আরও আগ্রাসী হয়ে ওঠেন সাকিব। মাত্র ২৬ বলে পঞ্চাশ ছুঁয়ে শেষ পর্যন্ত ৬১ রান করে থামেন তিনি। অন্য প্রান্তে আমির খেলেন ৪৩ বলে ৫৬ রানের ইনিংস। পরে ফ্যাবিয়ান অ্যালেন ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৭ বলে ৩৮ রান যোগ করে দলের সংগ্রহ দুইশর ঘরে পৌঁছে দেন।
এদিন সাকিবের এই ইনিংসই তার সিপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। সেই সঙ্গে ২০ বলে ফিফটি হাঁকিয়ে অ্যান্টিগার হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও গড়েন তিনি।
একুশে সংবাদ/এ.জে