পাবনার ফরিদপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাগরবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খাগরবাড়িয়া গ্রামের রজব মণ্ডলের ছেলে জিয়ারুল (৩) এবং মাসুদুর রহমানের মেয়ে জামেনা (২)। তারা আপন চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোতে উঠে যায়। পরে সেখান থেকে দুজনই পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে এলাকাবাসী খালে তল্লাশি চালিয়ে উদ্ধার করে। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোনো অভিযোগ না থাকায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে এবং লাশ পরিবারকে দাফনের জন্য হস্তান্তর করেছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে প্রতিবেশীদের ভিড় জমেছে, গোটা এলাকায় চলছে শোকের মাতম।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন একই উপজেলার বড়াল নদীতে দুই চাচাতো ভাইবোন এবং গত ১ আগস্ট দুই চাচাতো ভাই পানিতে পড়ে মারা গিয়েছিল।
একুশে সংবাদ/পা.প্র/এ.জে