AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনার ফরিদপুরে আবারও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


Ekushey Sangbad
ফরিদপুর উপজেলা প্রতিনিধি, পাবনা
০৯:৩৭ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

পাবনার ফরিদপুরে আবারও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার ফরিদপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাগরবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খাগরবাড়িয়া গ্রামের রজব মণ্ডলের ছেলে জিয়ারুল (৩) এবং মাসুদুর রহমানের মেয়ে জামেনা (২)। তারা আপন চাচাতো ভাইবোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোতে উঠে যায়। পরে সেখান থেকে দুজনই পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে এলাকাবাসী খালে তল্লাশি চালিয়ে উদ্ধার করে। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে এবং লাশ পরিবারকে দাফনের জন্য হস্তান্তর করেছে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে প্রতিবেশীদের ভিড় জমেছে, গোটা এলাকায় চলছে শোকের মাতম।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন একই উপজেলার বড়াল নদীতে দুই চাচাতো ভাইবোন এবং গত ১ আগস্ট দুই চাচাতো ভাই পানিতে পড়ে মারা গিয়েছিল।

 

একুশে সংবাদ/পা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!