আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে তার লক্ষ্য শুধু পরিচালক পদেই সীমাবদ্ধ নয়; পর্যাপ্ত সমর্থন পেলে সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম জানান, দেশের ক্রিকেটে বর্তমানে নেতিবাচক পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, “এখনকার পরিস্থিতি মোটেও ভালো নয়। অকারণে মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা প্রচার করছে। অথচ আলোচনার বিষয় হওয়া উচিত কে নতুন ধারণা আনতে পারবে এবং ক্রিকেটকে এগিয়ে নিতে সবচেয়ে উপযুক্ত।”
তামিমের মতে, আধুনিক ক্রিকেট খেলতে শুধু খেলোয়াড়দের মানসিকতা বদলালেই হবে না; সিদ্ধান্ত গ্রহণকারীদেরও আধুনিক চিন্তাভাবনায় বিশ্বাসী হতে হবে। তিনি মনে করেন, পুরোনো ধ্যানধারণা থেকে বের হয়ে আধুনিক মানসিকতার নেতৃত্ব প্রয়োজন।
সাবেক এই ওপেনার বলেন, দায়িত্ব পেলে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করার কাজ করবেন। তবে একসঙ্গে অনেক কিছু করার চেয়ে কয়েকটি মূল বিষয়েই মনোযোগী হতে চান তিনি।
পরিকাঠামো উন্নয়নকে সবচেয়ে জরুরি হিসেবে উল্লেখ করে তামিম বলেন, “আমাদের খেলোয়াড় আছে, কোচ আছে, কিন্তু সঠিক সুযোগ-সুবিধা নেই। এখনও একই মাঠে একসঙ্গে কয়েকটি দলের অনুশীলন করতে হয়। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী বোর্ড। অথচ কাউন্টি দলগুলোর মতো পরিকাঠামো আমাদের নেই।”
তিনি আরও জানান, চার বছরের মেয়াদে ভিত্তি গড়ে তুলে আগামী ৮-১০ বছরের উন্নতির পথ তৈরি করাই তার লক্ষ্য। “যেমন, ব্যবসা শুরু করলে আগে কারখানা গড়ে তুলতে হয়, নইলে উৎপাদন সম্ভব নয়। ক্রিকেটেও একইভাবে সঠিক কাঠামো না থাকলে উন্নতি হবে না।”
২০২১ সালের ৬ অক্টোবর সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল। নিয়ম অনুযায়ী আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন শেষ করতে হবে। তামিমের আশা, এবার এমন নেতৃত্ব আসুক যারা সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সক্ষম।
একুশে সংবাদ/এ.জে