কেশবপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, কেশবপুর বাহরুল উলুম আলিয়া মাদ্রাসা, কেশবপুর পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান। মতবিনিময়কালে আবুল হোসেন আজাদ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন।
একুশে সংবাদ/য.প্র/এ.জে