AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে যেমন হতে পারে বরিশালের একাদশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৪ পিএম, ১ মার্চ, ২০২৪
ফাইনালে যেমন হতে পারে বরিশালের একাদশ

বিপিএলের দশম আসরের ফাইনাল আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে। সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টেলিভিশন।

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারানোর পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তামিমের দল। কুমিল্লাকে হারিয়ে শিরোপা জয়ের ব্যাপারেও দারুণ আশাবাদী ফরচুন বরিশাল। তিনবার টুর্নামেন্টের ফাইনাল খেললেও সবক’টিতে হেরেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনে ২০২২ সালে ফাইনালে উঠলেও রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ১ রানে হেরে যায় বরিশাল।

দশম আসরের ফাইনালে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তামিমের দল। ওপেনিংয়ে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার দায়িত্বটা থাকবে তামিমের কাঁধেই। বাড়তি নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার ডেভিড মিলারের দিকে। যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেয়ার সামর্থ্য রয়েছে এই প্রোটিয়া ক্রিকেটারের।

ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ -

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!