AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএল শেষ হারিস রউফের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
পিএসএল শেষ হারিস রউফের

বেশ বড় ধরনের দুঃসংবাদই পেলেন হারিস রউফ। মেডিকেল রিপোর্ট তার পক্ষে গেল না। যে কারণে চলমান পিএসএল থেকে ছিটকে গেছেন পাকিস্তানের এই তারকা পেসার। চলতি আসরে তার দল লাহোর কালান্দার্স যখন প্রবলভাবে ভুগছে, তখনই তার ফ্র্যাঞ্চাইজি দলকে নতুন এই দুঃসংবাদ হজম করতে হলো। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) করাচি কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন লাহোরের এই পেসার। করাচির হয়ে তখন ব্যাট করছিলেন হাসান আলী। লং-অফে তার একটি ক্যাচ নেয়ার চেষ্টায় মাটিতে পড়ার সময় কাঁধে আঘাত পান রউফ।

সেই সময়ই তিনি ব্যথায় মাটিতে গড়াগড়ি দিতে থাকেন। ফলে তার চোট যে কিছুটা গুরুতর সেটি তখনই ধারণা করা গিয়েছিল। ম্যাচ শেষে তাকে গলার সঙ্গে হাত ব্যান্ডেজ দিয়ে প্যাচানো অবস্থায় দেখা যায়।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, কাঁধে চোট পেয়েছেন হারিস। কাঁধের স্থানচ্যুতি (ডিসলোকেশন) হয়েছে তার। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে হারিসকে। যার ফলে পিএসএলের এবারের আসরও কার্যত শেষ তার জন্য।

হারিসের ইনজুরির বিষয়ে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এক বার্তায় বলেছেন, ‘দল হিসেবে আমরা হারিস রউফের ইনজুরির খবরে মর্মাহত। তাকে এভাবে ঝরে যেতে দেখা বেশ দুঃখজনক। সে ছিল আমাদের শক্তির একটা বড় স্তম্ভ। আর তার অনুপস্থিতি আমরা অনুভব করব।’

চলতি বছরের জুনের শুরুতেই টি-২০ বিশ্বকাপ। তার আগেই অবশ্য ফিরে আসবেন হারিস। তবে পাকিস্তানের টি-২০ অধিনায়ক সে তাড়াও দিতে চান না, ‘ফ্র্যাঞ্চাইজির জন্য এটি সত্যিই একটি ধাক্কা, কিন্তু তিনি পাকিস্তানের প্রধান বোলারও।’

তিনি আরো বলেন, ‘সামনের আমাদের প্রচুর ক্রিকেট আছে। তাই তার পুনর্বাসনে সর্বোচ্চ সময় দেওয়া একটা ভাল সিদ্ধান্ত ছিল। আমরা অধীর আগ্রহে তার আগের চেয়ে শক্তিশালী মাঠে ফিরে আসার জন্য অপেক্ষা করছি।’

একুশে সংবাদ/এস কে

Link copied!