শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা আনে টাইগাররা, তবে শেষ ম্যাচে আর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে দলটি। ইনিংসের প্রধান স্থপতি ছিলেন কুশল মেন্ডিস, যিনি করেন ১২৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ৩৯ ওভার ৪ বলে ১৮৬ রানেই গুটিয়ে যায় পুরো দল। এতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
বিস্তারিত আসছে...
একুশে সংবাদ/এ.জে