অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আফিদা খন্দকারের দল। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা।
শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল করে বড় জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে সাগরিকা হ্যাটট্রিক, মুনকি আক্তার দুই গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেন। অন্যদিকে, ম্যাচের ইনজুরি সময়ে শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল শোধ দেয়।
সাম্প্রতিক সময়েই এশিয়ান কাপের বাছাইপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ সিনিয়র দলের আটজন সদস্য অনূর্ধ্ব-২০ দলে থাকায় দলটি শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে। সেই দল থেকেই আজকের একাদশে ছিলেন আটজন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি কিক থেকে প্রথম গোল করেন স্বপ্না। এরপর চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ান মুনকি আক্তার। ৩৭ মিনিটে সাগরিকার পা থেকে আসে তৃতীয় গোল।
বিরতির পর বদলি খেলোয়াড় নামানো হলেও বাংলাদেশ তাদের খেলার গতি কমায়নি। মুনকির দ্বিতীয় গোল, শিখা আক্তার, সাগরিকার একক প্রচেষ্টা এবং হ্যাটট্রিক সম্পূর্ণ, এরপর রুপা ও শান্তির গোলে বড় ব্যবধান নিশ্চিত হয়। শ্রীলঙ্কার একমাত্র গোলটি করেন লালিয়ান, ইনজুরি সময়ে।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শক্তির জানান দিল স্বাগতিক বাংলাদেশ। দলের আত্মবিশ্বাসের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে