টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্টে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৫-০ ব্যবধানে হার মানল স্বাগতিক দল। সোমবার (২৯ জুলাই) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপের মুখে পড়ে উইন্ডিজ। ১৯.৪ ওভারে ১৭০ রানেই থামে তাদের ইনিংস। দলের হয়ে শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রান করেন। শেরফন রাদারফোর্ড ১৭ বলে করেন ৩৫ রান, আর জেসন হোল্ডার ১৫ বলে যোগ করেন ২০ রান। অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বেন ডারউইশ ৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। তবে মধ্যপর্যায়ে মিচেল ওয়েন, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের আগ্রাসী ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়েন ১৭ বলে ৩৭, গ্রিন ১৮ বলে ৩২ এবং ডেভিড ১২ বলে করেন ঝড়ো ৩০ রান।
শেষদিকে কিছুটা চাপ এলেও অ্যারন হার্ডির ধীরস্থির ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে অজিরা। হার্ডি ২৫ বলে অপরাজিত ২৮ রান করে দলের জয় নিশ্চিত করেন ১৮ বল ও ৩ উইকেট হাতে রেখে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আকিল হোসেইন, যিনি শিকার করেন ৩ উইকেট।
টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে জয় ক্রিকেটে অত্যন্ত বিরল ঘটনা। এর আগে মাত্র একবার এমন সাফল্য দেখিয়েছে কোনো দল— ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে ভারত ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তাছাড়া সফরকারী দল হিসেবে একই সিরিজে আট ম্যাচে জয়ও খুবই ব্যতিক্রমী। ২০১৭ সালে একমাত্র ভারতই শ্রীলঙ্কার মাটিতে নয় ম্যাচ জিতে এই কীর্তি গড়েছিল।
একুশে সংবাদ/এ.জে