পটুয়াখালীর বাউফলে এক রাতে ১১টি বসতঘর ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে হানা দেয়। এ সময় তারা নগদ টাকা, পণ্যসামগ্রী ও মালামাল লুট করে নিয়ে যায়।
চুরি হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে— হালিম হাওলাদারের বসতবাড়ি, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেশ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান এবং আসাদুল তালুকদারের মিল ও সার-কীটনাশকের দোকান। এছাড়া তাঁতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি ও মনোহারী এবং চায়ের দোকানেও চুরি হয়েছে।
বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নে সহজলভ্য মাদকের বিস্তার ঘটেছে। চুরির ঘটনার সঙ্গে স্থানীয় নেশাপানকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তার সন্দেহ।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, একই রাতে এতগুলো স্থানে চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান জামান সরকার বলেন, “ঘটনাস্থলে একটি পুলিশ দল পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে