AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে জলাশয় দখলের অভিযোগ নিষ্পত্তি করলেন ইউএনও



মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে জলাশয় দখলের অভিযোগ নিষ্পত্তি করলেন ইউএনও

সুনামগঞ্জের মধ্যনগরে উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগের শুনানি শেষে বিষয়টির নিষ্পত্তি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অভিযুক্ত ব্যক্তি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কার্যালয়ে অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ জুলাই করুয়াজান গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীসহ ২৬ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবর দাখিল করা হয়। একই দিনে স্থানীয় শহীদ মিনারে মানববন্ধনও করেন গ্রামবাসী।

অভিযোগে বলা হয়, করুয়াজান মৌজার সরকারি খাসজমি ও উন্মুক্ত জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছেন মোশাহিদ তালুকদার। শুনানিতে ইজারাদার, জেলে ও উভয় পক্ষের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইউএনও উজ্জ্বল রায় জানান, “সরকারি ইজারা পাওয়া জলাশয়ের বৈধ ইজারাদাররাই তা ভোগ করবেন। বাকি উন্মুক্ত জলাশয়ে স্থানীয় জেলেরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারবেন এবং ইজারাদারদের কোনো আপত্তি থাকবে না।”

বাদীপক্ষের ইদ্রিস আলী বলেন, “আমাদের অভিযোগের ভিত্তিতে ইউএনও মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন ও সুষ্ঠুভাবে নিষ্পত্তি করেছেন। আমরা এতে সন্তুষ্ট।”

অন্যদিকে অভিযুক্ত মোশাহিদ তালুকদার দাবি করেন, “আমি উন্মুক্ত জলাশয়ে যাইনি। একটি মহল আমাকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ করেছে। ইউএনও বিষয়টি শুনেছেন এবং সত্যতা না পাওয়ার কথাই বলেছেন।”

ইউএনও আরও জানান, উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনার ভিত্তিতে দ্বন্দ্ব মীমাংসা করা হয়েছে এবং লিখিতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

Link copied!