AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উড়ন্ত পিএসজিকে থামিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৩ এএম, ১৪ জুলাই, ২০২৫

উড়ন্ত পিএসজিকে থামিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

নতুন আঙ্গিকে আয়োজিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে ইংলিশ জায়ান্ট চেলসি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে রোববার (১৩ জুলাই) মধ্যরাতে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় ব্লুজরা।

বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে দারুণ ছন্দে ছিল চেলসি। ম্যাচের ২২তম মিনিটে গুস্তোর পাস থেকে জাল খুঁজে নেন কোল পালমার। এর আট মিনিট পর আবারও গোল করেন পালমার, এবার তাকে সহায়তা করেন কলউইল। ২-০ গোলে পিছিয়ে পড়ে পিএসজি এলোমেলো খেলতে শুরু করে, যার সুযোগ নিয়ে ৪৩তম মিনিটে তৃতীয় গোল করেন জোয়াও পেদ্রো। এটি চেলসিতে যোগ দেওয়ার পর তার তৃতীয় গোল।

উড়ন্ত পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

প্রথমার্ধে সুযোগ তৈরি করতে ব্যর্থ পিএসজি দ্বিতীয়ার্ধে আক্রমণ শাণায়, তবে চেলসির রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন দেম্বেলে ও তার সতীর্থরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হতাশায় মেজাজ হারায় পিএসজির খেলোয়াড়েরা।

৮৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। দুই মিনিট পর রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড পান উসমান দেম্বেলে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে চেলসি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয়। এতে পিএসজির কোচ লুইস এনরিকেও জড়িয়ে পড়েন।

ট্রেবল জয়ের পর ক্লাব বিশ্বকাপেও ফেবারিট হিসেবে ফাইনালে ওঠে পিএসজি। তবে শিরোপা হাতে ওঠেনি তাদের। আর কনফারেন্স লিগের পর মৌসুম শেষ হলো চেলসির আরেকটি শিরোপা জয়ে। ২০২১ সালে পালমেইরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল তারা। এবার দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল লন্ডনের ক্লাবটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!