চট্টগ্রামের বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষতিগ্রস্তরা হলেন মো. বক্কর, মো. ফারুক ও জেনি বেগম। বাঁশ ও টিন দিয়ে নির্মিত ঘরগুলো কাঁচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ঘরগুলো দাউদাউ করে জ্বলতে থাকে। ফলে ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিতভাবে জানা না গেলেও এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে