চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং গেটম্যান নিয়োগের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার (২ আগস্ট) বিকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির ব্যানারে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে থামিয়ে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় আন্দোলনকারীরা জানান, জয়রামপুর হচ্ছে দামুড়হুদা উপজেলার একমাত্র রেলস্টেশন। এই স্টেশন থেকে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন, যাদের মধ্যে রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগী। আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় প্রতিদিনই এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা বলেন, “জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও এখানে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এদিকে আন্দোলনের সময় রেলওয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা স্থানীয় প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিক হোসেন বলেন, “সাগরদাড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং গেটম্যানের দাবিতে স্থানীয়রা রেললাইন অবরোধ করেছেন। আমরা ঘটনাস্থলে এসেছি, পরে বিস্তারিত জানানো হবে।”
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, “শুনেছি জয়রামপুর স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়েছে। তবে কী কারণে অবরোধ করা হয়েছে তা এখনো জানি না।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে