ত্রিদেশীয় যুব সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে ইনিংস শেষ করে বাংলাদেশ।
সোমবার (২৮ জুলাই) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় জুনিয়র টাইগাররা। দুই ওপেনারের জুটি দলকে এনে দেয় প্রথম ১০ ওভারে গতিশীল সূচনা। বিশেষ করে জাওয়াদ আবরার খেলেন আক্রমণাত্মক ইনিংস; মাত্র ৩৯ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
তবে তার ওপেনিং সঙ্গী রিফাত ইনিংস বড় করতে পারেননি, ৩৫ বলে ৩১ রান করে ফিরতে হয় তাকে। একপ্রান্তে জমে যাওয়া জাওয়াদ ৬৩ বলে করেন ৮২ রান, যা ছিল ইনিংসের সবচেয়ে বড় স্কোর। তিন নম্বরে নামা আজিজুল হাকিম তামিম শুরুটা ভালো করলেও থেমে যান ৩৪ রানে।
মধ্য ওভারে হঠাৎ উইকেট পতনে চাপের মুখে পড়ে বাংলাদেশ। ১৭৫ থেকে ১৮০ রানে পৌঁছাতে গিয়ে হারায় ৩টি মূল্যবান উইকেট।
এই কঠিন সময়ে দৃঢ়তা দেখান মোহাম্মদ আবদুল্লাহ। শেষ পর্যন্ত তিনি ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এই সংগ্রহ জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/এ.জে