AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিএসএলে ফিরেই ঝলক দেখালেন সাকিব, হাঁকালেন অর্ধশতক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৬ পিএম, ১০ জুলাই, ২০২৫

জিএসএলে ফিরেই ঝলক দেখালেন সাকিব, হাঁকালেন অর্ধশতক

দ্বিতীয় আসরের মধ্য দিয়ে পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে দুবাই ক্যাপিটালস, আর এই দলে খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে দেখালেন চেনা ছন্দ। তুলে নেন দারুণ এক হাফসেঞ্চুরি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সাকিব।

দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল।দারুণ ব্যাটিংয়ের পর বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। অটলের বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতায় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই।

দলের বিপদে হাল ধরেন সাকিব। নিজের খেলা প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিং করেছেন তিনি। তবে অন্য প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না। ফলে দেখে-শুনে খেলন বাংলাদেশের অলরাউন্ডার।

৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন সাকিব। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর—

দুবাই ক্যাপিটালস— ১৬৫/৭ (২০ ওভার) (সেদিকউল্লাহ ৪১, বোটান ২০, সাকিব ৫৮*) (আঙ্গুস ৩/২৭)

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!