AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিশ্বকাপ ক্রিকেট লাইভ

মার্করামকে সাজঘরে পাঠালেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪৬ পিএম, ২৪ অক্টোবর, ২০২৩
মার্করামকে সাজঘরে পাঠালেন সাকিব

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার ও বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে মাঠে নেমে শুরুতেই দুই উইকেট হারায় প্রোটিয়ারা। তবে শুরুর ধাক্কা সামলে এখন বড় সংগ্রহের পথে এগোচ্ছে দলটি। এ অবস্থায় মার্করামকে সাজঘরে পাঠালেন সাকিব।  

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০.৪ ওভারে তিন উইকেটে ১৬৭ রান।


মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার।


ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তানজিদ হাসান তামিমের হাতে জীবন পান রেজা হেনড্রিকস। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হন এ ব্যাটার। এর আগে করেন ১২ রান।


তিনে নেমে এদিন ব্যর্থ হয়েছেন রাসি ফন ডার ডুসেন। মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে মাত্র ১ রান করেন তিনি। এরপর অবশ্য দলকে ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন ডি কক ও এইডেন মার্করাম।


আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে ফিফটি পূরণ করেন ১৫০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা ডি কক। মার্করামও পান অর্ধশতকের দেখা। তবে ফিফটির কিছু পরই ফিরেছেন মার্করাম। সাকিবের বলে আউত হওয়ার আগে ৬০ রান করেন তিনি।

একুশে সংবাদ/স ক 

Link copied!