AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৭:০১ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সরকার সচিব রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এবং উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায়, তারাকান্দা-ধোবাউড়া সড়কের বর্তমান বেহাল অবস্থার বিষয়টি তুলে ধরা হয়। চলাচলের অনুপযোগী এই সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দে পানি জমে থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে প্রায়ই দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

মোতাহার হোসেন তালুকদার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়কটির সংস্কারের প্রক্রিয়ার তদারকি করেছেন। তাঁর প্রচেষ্টায় ১৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাটিকে তিন ধাপে পাকা করার কাজ প্রক্রিয়াধীন; এর মধ্যে ৪ কিলোমিটার অংশের টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় রয়েছে।

সভায় তিনি টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, এই কাজ সম্পন্ন হলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটি পাকা হবে এবং যাতায়াতের দুর্ভোগ দূর হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, মোখলেছুজ্জামান মুকুল, রাকিব তালুকদার প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!