AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরের ধর্ষণ-কাণ্ড: কিশোরগঞ্জে ছাত্র জনতার মিছিল, জড়িতদের ফাঁসির দাবি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৭:১২ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

গাজীপুরের ধর্ষণ-কাণ্ড: কিশোরগঞ্জে ছাত্র জনতার মিছিল, জড়িতদের ফাঁসির দাবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি মহিলা মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুমার দাস ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সচেতন ছাত্র জনতা।

শুক্রবার বিকালে জেলা শহরের শহিদি মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে আখড়া বাজার নজরুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনের শতাধিক শিক্ষার্থী । 

কর্মসূচির সময় বক্তারা বলেন, মাদ্রাসার নিরীহ ছাত্রীকে পাশবিক নির্যাতনের শিকার করার মতো জঘন্য ঘটনার বিচার দ্রুত কার্যকর করতে হবে। আমরা দাবি জানাই—ধর্ষক জয় কুমার দাস ও তার সহযোগীদের ফাঁসির দণ্ড নিশ্চিত করা হোক।

বক্তারা আরও হুঁশিয়ারি করে বলেন, অতি দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হয় তবে “কঠোর থেকে কঠোরতম কর্মসূচি” ঘোষণা দেন। 

আন্দোলনকারীরা সরকারের কাছে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের যথাযথ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!