AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমকে হটিয়ে শীর্ষে মুশফিক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪৭ পিএম, ২৮ নভেম্বর, ২০২১
তামিমকে হটিয়ে শীর্ষে মুশফিক

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে ৯ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি করা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। হতাশা নিয়ে প্রথম ইনিংসে মাঠ ছাড়লেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৯ রানেই ভালো খবর পান মুশফিক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ১২ রান নিয়ে ব্যাট করছেন। ইয়াসির আলী রয়েছেন ৭ রানে অপরাজিত। বাংলাদেশের লিড গিয়ে দাঁড়িয়েছে ৮২ রানে।

জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে টাইগারদের হয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে, সেই মুহূর্তে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন মুশফিক। 

অবশ্য টেস্ট ফরম্যাটে ৭৬ ম্যাচের ১৪০ ইনিংসে ৪৭.৭২ গড়ে এই ব্যাটারের সংগ্রহ ৪৭৮৯* রান। সেখানে ৬৪ ম্যাচে ১২৩ ইনিংসে ৫৭.৭৫ গড়ে এক রান কমে ৪৭৮৮ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তিনে থাকা সাকিব আল হাসান ৫৮ ম্যাচে ১০৭ ইনিংসে ৬১.৬৫ গড়ে সংগ্রহ করেচেন ৩৯৩৩ রান।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে পড়েন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষেও তার সিরিজ খেলা নিয়ে রয়েছে শঙ্কা।  

একুশে সংবাদ/এসএস

Link copied!