ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সড়ক ছাড়ছেন না। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা বাড়ি ফেরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষকরা হাইকোর্টের মাজারগেটের কাছে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানেই অবস্থান নেন। দুই পাশের সড়ক বন্ধ থাকায় যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। একইসঙ্গে দোয়েল চত্বর থেকে সড়ক অবরুদ্ধ থাকায় পথচারী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মো. কাউসার জানান, “গত তিনদিন ধরে কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান অব্যাহত রাখব। আমাদের শিক্ষক নেতারা সরতে না বললে এখানেই থাকব। দাবি পূরণ না হলে বাড়ি ফেরব না।”
নিয়োগ ও সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নিয়োগ সরকারিভাবে হয়, কিন্তু বাসা ভাড়া বাবদ পাওয়া ১ হাজার টাকা পর্যাপ্ত নয়। আমরা তিন দফা দাবিতে অবস্থান নিয়েছি—মূল বেতনের ২০ শতাংশ বাসা ভাড়া, চিকিৎসাভাতা ১৫০০ টাকা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশ।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, এই দাবিসমূহ মেনে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল থেকে জাতীয়করণের দাবিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে রাজপথে আন্দোলন চালানো হবে।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “দফায় দফায় শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে যাবেন।”
একুশে সংবাদ//র.ন