AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আত্মপ্রকাশ


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৩:৪৪ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

কুয়েতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আত্মপ্রকাশ

কুয়েতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’। গত ৫ ডিসেম্বর রাত ৮টায় কুয়েতের আব্বাসিয়া এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মেহেদী হাসানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের সেবা ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিটির নেতৃত্ব প্রবাসী কমিউনিটির সামাজিক অধিকার, চিকিৎসাসেবা এবং ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মূলত বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা একটি অরাজনৈতিক, সামাজিক ও ভ্রাতৃপ্রতীম সংগঠন, যা প্রবাসী বাংলাদেশিদেরকে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে তারা সামাজিক ও সমাজসেবামূলক কার্যক্রম সফলতার সঙ্গে পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় ভবিষ্যতে কুয়েতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!