AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
০৪:৫৯ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন, যার মধ্যে ২টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোঃ মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মোঃ মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভোট গণনা বেলা ৩টায় শুরু হয় এবং ২:৩০ মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মোঃ মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ হোসাইন শান্ত পেয়েছেন ১২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইত্তেসাফ আর রাফি পেয়েছেন ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান পেয়েছেন ১৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছেন ৭১ ভোট।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ রেজা শরীফ বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছেন, আমরা আশা করি তারা শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবেন।”

প্রধান নির্বাচন কমিশনার মোঃ নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা চাইলে এই কমিটি ঢাকায় বসিয়ে দিতে পারতাম, তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”

নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররফ হোসেন বলেন, “গণতান্ত্রিকভাবে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আমরা সবাই জিতেছি, আমি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল সদস্যকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!