AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ৭০ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়ায় ৭০ হাজার ৬৬০। এর মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। এই তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ থেকে পাওয়া গেছে।

ইসির তথ্য অনুযায়ী, দেশভিত্তিক সর্বাধিক নিবন্ধন হয়েছে— যুক্তরাষ্ট্রে ১৪,২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯,০৭৫ জন, কানাডায় ৭,০৮৭ জন, জাপানে ৬,৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬,০২৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৪,৪৮০ জন ।

এদিকে অ্যাপে ভুল ঠিকানা বা অসম্পূর্ণ তথ্য জমা দেওয়ার কারণে সৌদি আরবসহ সাত দেশে পোস্টাল ভোটার নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আজকের মধ্যেই ওই সাত দেশে পুনরায় নিবন্ধন চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইসি সূত্র জানায়, বুধবার রাতে দেখা যায়—সৌদি আরবসহ কয়েকটি দেশের প্রবাসীরা ঠিকানা ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ ইনপুট দিতে পারছেন না। বাধ্যতামূলক ঘরে অসম্পূর্ণ তথ্য দেওয়ায় নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সঠিক ঠিকানা দেওয়ার বিষয়টি দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জানানো হচ্ছে।

অন্যদিকে নিবন্ধনের সীমাবদ্ধতা দূর করে এখন অ্যাপের মাধ্যমে বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য নিবন্ধন উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে যে কোনো দেশ থেকেই নিবন্ধন করা যাবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটদানের সুযোগ সৃষ্টি করা দেশের নির্বাচনী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ জেলার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ লাখ ভোটার এ সুবিধা পাবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!