AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামিক ফোরামের শিক্ষা সফর অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১০:২৬ এএম, ৫ ডিসেম্বর, ২০২৫

ইসলামিক ফোরামের শিক্ষা সফর অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রতি বছরের মতো এ বছরও ইসলামিক ফোরাম অব আফ্রিকা, ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের মরোফেঙ্গ এলাকার ক্রোগার্সড্রপে অবস্থিত ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘ক্রাডল অব হিউম্যান কাইন্ড’-এ দিনব্যাপী এ শিক্ষা সফর আয়োজন করা হয়।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ফুটবল খেলা, হাড়িভাঙা, বেলুন ফুটানোসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন সম্পন্ন হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

প্রভিন্স সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সেক্রেটারি আবুল কাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ঘাউটেং প্রভিন্সের সহকারী সেক্রেটারি শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাইম বরকত উল্লাহ, পাঠাগার সম্পাদক আশফাকুজ্জামান দিপু, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, লিম্পোপো প্রভিন্সের দায়িত্বশীল আমিরুল ইসলাম, ঘাউটেং সেক্রেটারিয়েট সদস্য মো. ইউসুফ আলী, রাস্টেনবার্গের ব্রিস্ট জোন সভাপতি মাহবুবুর রহমান জিয়া, শাপলা টিভির সিও নোমান মাহমুদ এবং সাউথ বাংলার প্রতিনিধি দ্বীন মোহাম্মদ রুবেল প্রমুখ।

প্রয়োজনে আপনি চাইলে আমি হেডলাইন ছোট করে, আরও আকর্ষণীয় করে, বা সংবাদটি সংক্ষিপ্ত/বর্ধিত আকারে দিতে পারি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!