কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস কুয়েত শুক্রবার (২১ নভেম্বর) একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।
কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সাধারণ চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস স্ক্রিনিং, সিটি স্ক্যান এবং ওজন পরীক্ষার মতো প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করেন কুয়েতের বিভিন্ন হাসপাতালে কর্মরত একদল অভিজ্ঞ বাংলাদেশী চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী। বাংলাদেশ দূতাবাস, কুয়েতের একজন মুখপাত্র জানান, “কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি সর্বদাই প্রবাসী ভাই-বোনদের পাশে থাকার চেষ্টা করেন। এটি তার ধারাবাহিকতার অংশ।”
মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া কুয়েতের বিভিন্ন এলাকার প্রবাসীরা বলেন, “বাংলাদেশ দূতাবাসের বিনামূল্যে প্রদানকৃত বাস সার্ভিস ব্যবহার করে এখানে এসেছি। স্বাস্থ্য পরীক্ষা করে জানতে পারলাম আমি সুস্থ আছি, যা আমার কর্মক্ষেত্রে মনোবল বাড়িয়েছে। দূতাবাসের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
গণশুনানির মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধান করলেও, ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো উদ্যোগ কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এমন পদক্ষেপ চালু থাকবে বলে জানিয়েছেন দূতাবাস কতৃপক্ষ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

