কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি বাসস্থান ও ভিসার ফি ব্যাপক হারে বৃদ্ধি করেছে। সরকারের গেজেটে রোববার প্রকাশিত এই সিদ্ধান্ত আগামী মাস থেকে কার্যকর হবে। এটি গত বছর প্রণীত নতুন বাসস্থান আইনের অন্তর্ভুক্ত এক্সিকিউটিভ আইনাবলির অংশ।
মন্ত্রণালয় জানিয়েছে, স্বামী-স্ত্রী এবং সন্তানদের স্পন্সর করার জন্য প্রতি মাসে কমপক্ষে ৮০০ কুয়েতি দিনারের বেতন থাকতে হবে। পাশাপাশি, পরিবারের বাইরের নির্ভরশীল—যেমন পিতা-মাতা বা ভাইবোন—স্পন্সর করার ফি প্রতি বছর ৩০০ দিনার বৃদ্ধি করা হয়েছে।
নতুন নিয়মাবলির আওতায়, ভিসা নবায়ন ও রূপান্তরের জন্য নতুন শর্তাবলী ও নির্ভরশীলদের জন্য কিছু নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সব ধরনের ভিজিট ভিসা—যেমন পর্যটন, পরিবার পরিদর্শন, কাজের প্রবেশ বা বাসস্থান প্রবেশ—সবার জন্য ১০ দিনার ফি ধার্য করা হয়েছে। ভিজিট ভিসা একবার নবায়ন করা যাবে এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে তা বাসস্থানে রূপান্তরিত করা যাবে। নবজাতক শিশুর পিতা-মাতাকে বাসস্থান স্ট্যাম্পিং সম্পন্ন করার জন্য ৪ মাস সময় দেওয়া হবে।
সরকারি কর্মচারী, বেসরকারি খাতের কর্মচারী, বিদেশি ছাত্র, ধর্মীয় পাদরি এবং অনুরূপ ক্যাটাগরির জন্য স্ট্যান্ডার্ড বাসস্থানের নবায়ন ফি দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে এ ফি প্রতিবছর ২০ দিনার।
বিদেশি বিনিয়োগকারী ও সম্পত্তি মালিকদের (আর্টিকেল ১৯ ও ২১) জন্য বাসস্থান ফি প্রতি বছর ৫০ দিনার নির্ধারণ করা হয়েছে। নতুনভাবে প্রবর্তিত স্ব-স্পনসর্ড বাসস্থান ক্যাটাগরি (আর্টিকেল ২৪) প্রতি বছর ৫০০ দিনার ফি ধার্য করা হয়েছে। অস্থায়ী বাসস্থানের (আর্টিকেল ১৪) ফি প্রতি মাসে ১০ দিনার। গৃহশ্রমিকদের ফি প্রতি মাসে ৫ দিনার নির্ধারণ করা হয়েছে, যা নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য।
যারা তাদের বাসস্থান বাতিল করে দেশে ফিরে যাচ্ছেন, তাদের ‘প্রস্থান সময়কাল’ চলাকালীন প্রতি মাসে ১০ দিনার ফি দিতে হবে। অস্থায়ী বাসস্থানে থাকা ব্যক্তিরা জরুরি পরিস্থিতি বা অতিরিক্ত সময় প্রয়োজন হলে এই ফি দিতে পারেন। এটি তিন মাসের জন্য বৈধ এবং এক বছর পর্যন্ত নবায়নযোগ্য। যারা কুয়েতের বাইরে ছয় মাসের বেশি সময় কাটাতে চান, তাদের প্রতি মাসে ৫ দিনার ফি দিতে হবে।
এছাড়া, গৃহশ্রমিকদের নিয়োগ ও ফি সংক্রান্ত কিছু পরিবর্তন আনা হয়েছে। ছয় সদস্য বা তার কম কুয়েতি পরিবারের জন্য তিনটি গৃহশ্রমিক নিয়োগ অনুমোদিত; ৬–৯ সদস্যের পরিবার চারটি, এবং বড় পরিবারের জন্য পাঁচটি গৃহশ্রমিক নিয়োগের সুযোগ থাকবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

