AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাম্পাসেই মার্শাল আর্ট শিখছেন জাবি শিক্ষার্থীরা


Ekushey Sangbad
জাবি প্রতিনিধি
০৫:১৩ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

ক্যাম্পাসেই মার্শাল আর্ট শিখছেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা, শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলো মার্শাল আর্ট ক্লাব। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত এ ক্লাবটি এখন নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।  

প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টিএসসি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ সেশন। সেখানে একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল শিখছেন।  

ক্লাবের মূল প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে রয়েছে জিৎ কুন দো (Jeet Kune Do)—ব্রুস লি উদ্ভাবিত আধুনিক ও বাস্তবমুখী মার্শাল আর্ট ফর্ম। দ্রুত কার্যকর আত্মরক্ষার দক্ষতা অর্জনে সহায়ক হওয়ায় এটিকে কেন্দ্র করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

পাশাপাশি Tai Chi, Wing Chun, Kickboxing, Western Boxing, Chain Stick, Short Stick, Long Stick এবং Swordsmanshipসহ নানা ধরনের মিক্সড মার্শাল আর্ট শেখানো হয়। প্রতিটি সেশনে গড়ে ১৫ থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।  

ক্লাবের প্রতিষ্ঠাতা ইমরান ফারুক বলেন, “আমরা বিশ্বাস করি নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী শারীরিকভাবে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে।”  

ক্লাবে যোগদান প্রক্রিয়া সহজ। আগ্রহী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে নিয়মিত সেশনে অংশ নিতে পারেন। নতুন সদস্যদের জন্য আলাদা বেসিক ফাউন্ডেশন সেশনও রয়েছে।  

প্রশিক্ষণার্থী তাসনিম বলেন, “ছোটবেলা থেকেই মার্শাল আর্টের প্রতি আগ্রহ ছিল। ব্রুস লি আর জ্যাকি চ্যানের সিনেমা দেখে ভাবতাম আমিও শিখব। কিন্তু সুযোগ ছিল না। ক্লাবের পোস্ট দেখে যুক্ত হওয়ার পর থেকে আত্মবিশ্বাস বেড়েছে, শারীরিক ফিটনেসও উন্নত হয়েছে।”  

ভবিষ্যতে ক্লাবটি আন্তঃবিশ্ববিদ্যালয় সেলফ-ডিফেন্স সেমিনার, মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতা এবং কমিউনিটি সেফটি বিষয়ক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও ফিটনেস উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।  

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!