বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের ভোটার নিবন্ধন আরও সহজ হলো। অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও পাঁচ দিনের নির্ধারিত সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে, সুবিধামতো সময়েই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান—বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ ছিল। তবে আজ রাত ১২টার পর থেকে এ সীমাবদ্ধতা বাতিল হচ্ছে। এখন থেকে প্রবাসীরা যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন, যদিও শেষ তারিখ অপরিবর্তিতভাবে ১৮ ডিসেম্বরই থাকবে।
আখতার আহমেদ বলেন, ঠিকানা কাঠামোর জটিলতার কারণে কিছু দেশে ওটিপি না পৌঁছানোর মতো সমস্যা দেখা গেছে। নিবন্ধন উন্মুক্ত হওয়ায় সামান্য কারিগরি ত্রুটি দেখা দিতে পারে—তবে সেগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হবে। ইসির প্রযুক্তি টিম এ বিষয়ে প্রস্তুত রয়েছে।
ইসি সচিব জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এ ঘোষণার পর থেকেই কমিশন প্রস্তুতি জোরদার করেছে।
তিনি বলেন—“আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং আয়োজন করা হবে। মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে কেন্দ্র, বুথ ও জনবল বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের জন্য প্রয়োজনীয় অধ্যাদেশ ইতোমধ্যে জারি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

