AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঝড়



মোংলা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঝড়

বাগেরহাটের মোংলা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের ভেতরে শুরু হয়েছে পদত্যাগের ঝড়। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগ তুলে অন্তত ২০ জন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৫ সদস্যবিশিষ্ট মোংলা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সাব্বির হোসেনকে সভাপতি ও মো. শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

ঘোষণার পরপরই পদত্যাগকারী নেতারা তাদের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, “আমরা দীর্ঘদিন ধরে মোংলা কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও আমাদের মূল্যায়ন করা হয়নি। ত্যাগীদের অবজ্ঞা করে অছাত্র ও আওয়ামী লীগ নেতার সন্তানদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে—এটি অন্যায়।”

তারা আরও বলেন, বিষয়টি জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এনে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হবে।

এ বিষয়ে সাবেক মোংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া শান্ত বলেন, “আমরা যারা দলের দুঃসময়েও আন্দোলনে ছিলাম, আমাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই কেন্দ্র থেকে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাঠের কর্মীরা হতাশ।”

মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম বলেন, “নতুন কমিটিতে আন্দোলনে সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন হয়নি। এতে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।”

স্থানীয় নেতাকর্মীদের মতে, নতুন কমিটি নিয়ে ছাত্রদলের অঙ্গনে তৈরি হওয়া এই বিভাজন সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রমে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!