AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৮ পিএম, ২০ অক্টোবর, ২০২৫

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা–২০২৫-এর ঢাকা বিভাগীয় পর্বে মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য, দলীয় সমন্বয় ও দৃঢ় মানসিক শক্তির প্রদর্শন করে প্রতিষ্ঠানটির মেয়েরা। ফাইনাল খেলায় তারা শক্তিশালী প্রতিপক্ষ ঢাকা জেলাকে ৩৩–২১ পয়েন্টে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, যা পুরো গোপালগঞ্জবাসীর জন্য এক গর্বের অর্জন। এর আগে প্রথম রাউন্ডে শরিয়তপুর জেলাকে ২৬-১৯ পয়েন্টে ও দ্বিতীয় রাউন্ডে নারায়নগঞ্জ জেলাকে ১৫-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমি ফাইনালে  ঢাকা মহানগরকে ২৮-১৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ঢাকা জেলার মুখোমুখি হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ছিল অনন্য দলীয় চেতনা, কৌশলগত বুদ্ধিমত্তা এবং অদম্য মনোবল। এই সাফল্যের পেছনে রয়েছে কোচ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিবেদিতপ্রাণ পরিশ্রম, নিরলস অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনা।

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান বলেন,

“আমাদের মেয়েরা কেবল পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ নয়; তারা মাঠেও নিজেদের মেধা ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিচ্ছে। এই অর্জন আমাদের প্রতিষ্ঠান কতৃপক্ষের সজাগ দৃষ্টি, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং 
আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনের বাইরে সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।”

উল্লেখ্য, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। গত বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জের মধ‍্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করে সাড়া ফেলে দেয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—যা প্রতিষ্ঠানটিকে আজ দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!