ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (জিএফএফ)।
গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের ঘরবাড়ি ও গৃহস্থালির সবকিছু পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মিরাজ হোসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত তিন পরিবারের হাতে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানের সময় নির্বাহী পরিচালক বলেন, “মানবতার ডাকে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মূল লক্ষ্য।”
তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের দুর্ঘটনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল কুদ্দুস, স্থানীয় যুব নেতা আবু তৈয়ব, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“দুঃসময়ে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছে—এটা আমাদের জন্য অনেক বড় সান্ত্বনা।”
একুশে সংবাদ/এ.জে