AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৫:০৯ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের হারুন সরদার নূর নবী সরদার। পেশায় ট্যাক্সিচালক এই প্রবাসীর জীবনে দীর্ঘদিন তেমন পরিবর্তন আসেনি। কিন্তু এক ফোন কলেই বদলে যায় তার জীবন— আমিরাতের বিখ্যাত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তিনি। পুরস্কারের অর্থ ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকারও বেশি।

আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস জানায়, আবুধাবিতে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্রতে ০৩৫৩৫০ নম্বর টিকিটটি প্রথম পুরস্কার পেয়েছে। ৪৪ বছর বয়সী হারুন সরদার এই টিকিটটি ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন। তিনি শারজাহতে ট্যাক্সিচালক হিসেবে কর্মরত।

লাইভ ড্র চলাকালে উপস্থাপক রিচার্ড ও বুচরা ফোনে বিজয়ীর নাম ঘোষণা করেন। ফোনে খবরটি শুনে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে যান হারুন। কেবল বলেন, “ঠিক আছে, ঠিক আছে।” তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ ১০ জন বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন, যাদের সঙ্গে মিলে টিকিটটি কেনা হয়েছিল।

২০০৯ সাল থেকে প্রবাসজীবন কাটাচ্ছেন হারুন সরদার। পরিবার দেশে থাকলেও তিনি প্রতি মাসেই বিগ টিকিট কিনতেন। তার ভাষায়, “একদিন না একদিন ভাগ্য বদলাবেই”— সেই বিশ্বাসই আজ সত্যি হলো।

অন্য বিজয়ীরা

শুক্রবারের ড্রতে আরও চারজন অংশগ্রহণকারী ৫০ হাজার দিরহাম করে জিতেছেন— ভারতের শিহাব উমাইর ও সিদ্দিক পাম্বলাথ, আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি এবং পাকিস্তানি আদেল মোহাম্মদ।

‘স্পিন দ্য হুইল’ পর্বে কাতার প্রবাসী রিয়াজের প্রতিনিধি আশিক মোত্তম জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। এছাড়া ভারতের কেরালার সুসান রবার্ট পেয়েছেন ১ লাখ ১০ হাজার দিরহাম, আবুধাবির আলিমুদ্দিন সোনজা ৮৫ হাজার দিরহাম এবং আল-আইন প্রবাসী বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদও পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া, শারজাহ প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী একই ড্রতে জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে ২ কোটি ৫০ লাখ দিরহামের নতুন গ্র্যান্ড পুরস্কার ঘোষণা করা হবে। পাশাপাশি অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণবার।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!