রাজশাহীবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা ও নানামুখী দুর্নীতি–অব্যবস্থাপনার বিরুদ্ধে ৩৮ দফা দাবি তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।
মানববন্ধনে বক্তারা জানান, মোট দাবি ৩৮টি হলেও আজ তারা চারটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সেগুলো হলো—বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধ, অস্বাভাবিক বিদ্যুৎ বিল, সংযোগে হয়রানি ও প্রিপেইড মিটারের অব্যবস্থাপনা দূর করা;রাজশাহীর যানজট নিরসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা;হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা;প্রাইভেট কোচিং বাণিজ্য ও সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করা।
বক্তারা বলেন, নেসকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটারের ভোগান্তিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। শিক্ষা ব্যবস্থায় কোচিং নির্ভরতা ও অগ্রিম ফি আদায়ের কারণে অভিভাবকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি মহানগরীর ক্রমবর্ধমান যানজট ও আইনশৃঙ্খলার অবনতিতে বাসিন্দাদের নিরাপত্তাহীনতা বাড়ছে।
তারা অবিলম্বে এসব সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান হিকোল, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, ইঞ্জি. জালাল উদ্দীন, বোয়ালিয়া থানা সেক্রেটারি তোতা সহ বিভিন্ন স্তরের সুধীজন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

