AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৮:১৪ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ লাভ করবে। এ প্রক্রিয়ায় যেন বাণিজ্য ছাড় প্রত্যাহার বা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর ফলে বিরূপ প্রভাব না পড়ে, সে জন্য ডব্লিউটিওকে ভূমিকা রাখতে হবে।

প্রধান উপদেষ্টা আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মহাপরিচালকের সক্রিয় ভূমিকার ওপরও জোর দেন। জবাবে, ড. এনগোজি ওকোনজো-ইওয়ালা বাংলাদেশের জন্য পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে তারা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, সুরক্ষাবাদ এবং বিশ্বায়নের সম্ভাব্য পশ্চাদপসরণের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন। ডব্লিউটিও মহাপরিচালক বলেন, “সব আশঙ্কা সত্ত্বেও বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ এখনও ডব্লিউটিওর নিয়মে পরিচালিত হচ্ছে।”

তিনি সংস্থার সংস্কার এগিয়ে নিতে বাংলাদেশের সমর্থন কামনা করে বলেন, “সংস্কার জরুরি। আমি আপনার নেতৃত্ব চাই।”

প্রধান উপদেষ্টা ইউনূসও সংস্কারের পক্ষে মত দিয়ে বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর নেতৃত্ব দিতে হলে ডব্লিউটিওকে মানিয়ে নিতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!