চেনা ইডেন গার্ডেন্সের স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং ধস নামিয়েছে ভারত। মাত্র ১২৪ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি রোহিতহীন দল। তৃতীয় দিনে ১২ উইকেট পতনের নাটকীয়তায় ৩০ রানে হার মানে স্বাগতিকরা। এর ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের তোপে মাত্র ৩৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। এর আগে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে পড়ে, কিন্তু ছোট লক্ষ্যও রক্ষা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা।
ইনিংসের শুরুতেই ধাক্কা: চতুর্থ বলেই শূন্য রানে আউট যশস্বী জয়সওয়াল। একই ওভারে দলীয় ১ রানে ফেরেন লোকেশ রাহুল—দুজনকেই ফিরিয়ে দেন মার্কো জানসেন।
এরপর হার্মার ব্যাটিং লাইনআপে ঘূর্ণিঝড় তোলেন। তিনি ফেরান—ধ্রুব জুরেল (১৩),রিশাভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮), কুলদীপ যাদব (১) ।
মাঝে ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করা ওয়াশিংটন সুন্দরকে আউট করেন এইডেন মার্করাম।
শেষ আশা ছিল অক্ষর প্যাটেলকে কেন্দ্র করে। কিন্তু তিনিও বেশিদূর যেতে পারেননি। অক্ষর (২৬) ও মোহাম্মদ সিরাজকে (০) পরপর দুই বলে আউট করে কেশব মহারাজ নিশ্চিত করেন প্রোটিয়াদের জয়।
ঘাড়ের চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি অধিনায়ক শুভমান গিল—যা ভারতের ব্যাটিং ব্যর্থতায় বড় ভূমিকা রাখে।
বোলিং ফিগার—সাইমন হার্মার: ৪ উইকেট, মার্কো জানসেন: ২ উইকেট, কেশব মহারাজ: ২ উইকেট, এইডেন মার্করাম: ১ উইকেট ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর, গুয়াহাটিতে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

