AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে বিদ্যালয়ের মালামাল বিক্রির ঘটনায় ঝাড়ু–জুতা মিছিল



সোনারগাঁয়ে বিদ্যালয়ের মালামাল বিক্রির ঘটনায় ঝাড়ু–জুতা মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল রাতের আঁধারে গোপনে বিক্রি করার অভিযোগে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিদ্যালয়ের বর্তমান–সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং একাধিক অভিযোগে বিতর্কিত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম বলেন, “এ ইউনিয়নকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান ইচ্ছেমতো সব সিদ্ধান্ত নিচ্ছেন। তাদের নেতৃত্বে নিয়মবহির্ভূতভাবে রাতের আঁধারে বিদ্যালয়ের মালামাল বিক্রি করা হয়। পরে এলাকাবাসী মালামাল ভর্তি গাড়ি আটক করে। কিন্তু এখন উল্টো নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল চুরি করে বিক্রি করার মতো ন্যাক্কারজনক ঘটনা আমাদের ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে। স্কুলের মতো পবিত্র প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “এলাকাবাসী রাতেই মালামাল আটকে দিয়ে দেখিয়েছেন, এই এলাকার মানুষ অন্যায়ের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক।”

এলাকাবাসীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি প্রয়োজন এবং পরিচালনা কমিটিতে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী ঝাড়ু ও জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, “একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিতর্কিত করতে এসব চুরির গল্প সাজিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে গতকালই মিটিং করেছি।”

অভিযুক্ত বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া বলেন, “আমরা একটি কমিটির মাধ্যমে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিক্রির পর মালামাল গাড়িতে তুলতে গিয়ে রাত হয়ে যায়। এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর শনিবার স্কুল বন্ধ থাকা অবস্থায় সভাপতি ও প্রধান শিক্ষকের নির্দেশে নিয়মবহির্ভূতভাবে রাতের আঁধারে বিদ্যালয়ের মালামাল বিক্রি করা হয়। পরে স্থানীয়রা মালবোঝাই পিকআপ ভ্যানটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!