গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ যুগ্ম আহ্বায়ক এবং একাধিক নেতাকর্মীর ওপর চাপিয়ে দেওয়া অনিয়মতান্ত্রিক ও একপাক্ষিক বহিষ্কারাদেশ প্রত্যাহার, দলীয় মনোনয়ন পরিবর্তন এবং গত ৯ নভেম্বর ধান মহালে মহিলা দলের সমাবেশে সংঘটিত হামলার সুষ্ঠু বিচারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় গৌরীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ কৃষ্ণচূড়া চত্বর এলাকায় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, গত ৯ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধান মহালে মহিলা দলের আয়োজিত সমাবেশে হঠাৎ অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন আহত হলেও এখনো সুষ্ঠু তদন্ত হয়নি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যদের বিরুদ্ধে কেন্দ্র থেকে অনিয়মতান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া একপাক্ষিক বহিষ্কারাদেশে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

