মালদ্বীপে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পাঁচ দেশীয় ফুটসাল টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের তিলাফুশি ফুটবল ক্লাব (টিএফসি)।
শুক্রবার (২৯ আগস্ট) মালদ্বীপের বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সেমিফাইনালে ভারতকে ২–০ এবং ফাইনালে শ্রীলঙ্কাকে ২–০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশিরা।
প্রবাসী বাংলাদেশি ও ভারতের রয়েল টাইগার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পানি প্রা. লি. এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ লতিফ।
দিবা–রাত্রি ধরে চলা এই জমকালো ফুটসাল টুর্নামেন্টে মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মোট ২২টি দল অংশ নেয়। খেলাটি দেশটিতে অবস্থানরত ফুটবলপ্রেমী প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল (টিএফসি) এর ক্যাপ্টেন আহমেদ সোহেল, রানার্সআপ শ্রীলঙ্কা লায়ন্সের ক্যাপ্টেন ইজাম, ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ মো. আসিফকে পুরস্কার ও নগদ প্রাইজমানি প্রদান করা হয়। উপস্থিত প্রবাসী দর্শকরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে