AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঠোর অভিবাসন নীতির কারনে কুয়েতে কমছে প্রবাসীর সংখ্যা


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৩:৪০ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

কঠোর অভিবাসন নীতির কারনে কুয়েতে কমছে প্রবাসীর সংখ্যা

জীবন জীবিকার তাগিদে বহু মানুষ প্রতিনিয়ত পাড়ি জমান মধ্যপ্রাচ্যে অন্যতম ধনি দেশ কুয়েতে।এরি মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য দিল কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিএসবি)। 

তথ্য মতে গত এক বছরে কুয়েতে প্রবাসীর সংখ্যা কমেছে ১ দশমিক ৬ শতাংশ। 

সংস্থার পরিচালক জাস্টিন আলেকজান্ডার জানান, যুদ্ধ কিংবা কোভিড মহামারির মতো কোনো বিশেষ পরিস্থিতি ছাড়াই এবারই প্রথম কুয়েতে জনসংখ্যা এমন  হ্রাস পেয়েছে।

তিনি বলেন, কঠোর অভিবাসন ও বিদেশি কর্মীর সংখ্যা কমানোর নীতির কারণেই প্রবাসীর সংখ্যা কমছে। সিএসবি’র তথ্য অনুযায়ী, কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৮১ হাজারে। তবে একই সময়ে কুয়েতি নাগরিকের সংখ্যা বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ, অর্থাৎ ১৫ লাখ ৬৬ হাজারে। 

এদিকে মোট জনসংখ্যায় কুয়েতিদের অনুপাত দাঁড়িয়েছে ৩২ শতাংশে, আর প্রবাসীদের সংখ্যা কমে গেছে প্রায় ১ দশমিক ৫৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই জনসংখ্যাগত পরিবর্তন শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমবাজারে ব্যাপকভাবে  প্রভাব ফেলতে পারে।

 অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থার পূর্বাভাস আশংকা করছে চলতি বছর জনসংখ্যা আরও ২ শতাংশ হ্রাস পেতে পারে।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা জানান কুয়েতের প্রতিনিয়ত প্রবাসীদের নিয়ে নতুন নতুন আইনে প্রনয়নে চিন্তায় ফেলে দিচ্ছে সবাইকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!