বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি, সময় টিভি কুয়েতের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন উপলক্ষে কেক কেটে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেন তার সহকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কুয়েতের জিলিব সুয়েখের কিং চিকেন রেস্তোরাঁয় এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন রানা, সহ-সভাপতি মো. সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জনি এবং সদস্য লুৎফুর রহমান ও এবাদুর রহমান।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আ হ জুবেদ তার বক্তব্যে বলেন, "মঈন উদ্দিন সরকার সুমন শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, তিনি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের একজন বলিষ্ঠ অভিভাবক। তার নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বে কুয়েতে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে আমাদের প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার জন্মদিন আমাদের কাছে এক আনন্দের দিন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনে আরও সাফল্য কামনা করি।"
সহকর্মীদের এমন ভালোবাসাপূর্ণ আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে মঈন উদ্দিন সরকার সুমন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি কুয়েতে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

