শনিবার রাতে ভারী বর্ষণের কারণে চাঁপাইনবাবগঞ্জের রেললাইনে পানি জমে থাকায় আন্তঃনগর বনলতা ট্রেনটি ২ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়ে গেছে। এতে যাত্রীরা বিপুল ভোগান্তিতে পড়েন।
সিডিউল অনুযায়ী ট্রেনটি শনিবার সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও, রেললাইনে পানি জমে থাকার কারণে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যায়। যাত্রীরা জানান, রেলষ্টেশনের আশপাশে ডোবা থাকার কারণে বর্ষণের পানি উপচে রেললাইনে জমে গেছে। এর ফলে বনলতা এক্সপ্রেস প্রায় ২ ঘণ্টা দেরিতে ছাড়ে।
যাত্রীরা আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় ডোবা থাকায় পানি নিষ্কাশন হয়নি। অনেক যাত্রী অসুস্থাজনিত কারণে বা চাকুরি ও পরীক্ষার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু রেললাইনে বৃষ্টির পানি জমে থাকায় ট্রেন দেরিতে ছেড়ে যাওয়ায় তারা ভোগান্তির মুখে পড়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাষ্টার শহিদুল আলম জানান, “গত শনিবার সারারাত ধরে বৃষ্টি হওয়ায় স্টেশন সংলগ্ন রেললাইনে হাঁটু পানি জমে যায়। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় বনলতা এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ২ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

