জীবননগরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সিদ্ধান্ত দেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম সবুজ হোসেন (২৭), তিনি জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের সবিল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সবুজ হোসেনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গাঁজা সেবন ও বিক্রি করার অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্তকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

