বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেছেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্বের অধিকারী। তাই দেশের জনগণের ইচ্ছা জানার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা জরুরি।”
শনিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুরের সালথায় দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়ার সাথে নির্বাচনী মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মহাসচিব আরও জানান, “আমরা একটি যুগোপযোগী ইসলামিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একাধিক ইসলামি দলকে ঐক্যবদ্ধ করেছি। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি উপযোগী হলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
তিনি গণভোট প্রসঙ্গে বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণই এখন সময়ের দাবী। এটি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে।”
মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী সালথার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সকাল ১০টায় ফরিদপুরের সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) নিহত হন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

