দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত বিশ্বখ্যাত স্টেলেনবশ এবং ইউনিভার্সিটি অব কেপটাউনের ডীনদের সাথে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ হাইকমিশনার শাহ আহমেদ শফী।
শুক্রবার (১৫ আগস্ট) হাইকমিশনার শাহ আহমেদ শফী কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য অনুষদে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয় নিয়ে আলোচনা করেন।
স্টেলেনবশ বিশ্ববিদ্যালয় বৈঠকে হাইকমিশনার বাংলাদেশের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র-ছাত্রী ও অনুষদ বিনিময়, ডক্টরেট প্রোগ্রামে সহযোগিতা, এবং মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রস্তাব গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সঙ্গে সরাসরি যোগাযোগের আশ্বাস দেন।
একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে